Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাসিকোর আচরণে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ০৯:০৪

বদলি করায় ক্ষুব্ধ ছিলেন ভিনি

মাঠে তার মেজাজ হারানো নতুন কিছু নয়। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও ম্যাচের মাঝপথে বদলি করায় যারপরনাই চটেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার সেই আচরণ নিয়ে উঠেছিল নানা প্রশ্নও। এবার বার্সেলোনার বিপক্ষে সেই বিতর্কিত আচরণের জন্য দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনি।

২৬ অক্টোবর বার্সার বিপক্ষে ম্যাচের ৭২তম মিনিটে ভিনিসিয়াসকে তুলে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে নামান রিয়াল কোচ জাভি আলোনসো। প্রথমে ইশারায় ভিনি কোচকে জিজ্ঞেস করেন, তাকেই তুলে নেওয়া হচ্ছে কি না। এরপর চিৎকার করে এবং হাসি দিয়ে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়েন তিনি এবং সোজা টানেল দিয়ে ভেতরে ঢুকে যান। পরে অবশ্য বেঞ্চে ফেরেন এই ব্রাজিলিয়ান তারকা।

বিজ্ঞাপন

ভিনির এমন আচরণ বেশ আলোচনার জন্ম দিয়েছিল। অনেক সংবাদমাধ্যম তো এমনটাও জানিয়েছিল, কোচের সঙ্গে দ্বন্দ্বে ক্লাবই ছাড়তে চাইছেন তিনি!

ভিনি অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন, ‘ক্লাসিকোতে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় আমার প্রতিক্রিয়ার জন্য আজ সকল মাদ্রিদিস্তার কাছে ক্ষমা চাইছি আমি। আজকের অনুশীলনের সময় যেমন ব্যক্তিগতভাবে চেয়েছি, ঠিক তেমনি আবারও আমার সতীর্থদের, ক্লাবের ও সভাপতির কাছে ক্ষমা চাইছি।’

নিজের অতি আবেগপ্রবণ হওয়ার স্বভাবের কথাও স্বীকার করেছেন ভিনি, ‘কখনও কখনও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি, কারণ আমি সবসময় জিততে এবং আমার দলকে সাহায্য করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, রেয়াল মাদ্রিদের ভালোর জন্য প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যাব, যেমনটা প্রথম দিন থেকেই করে আসছি।’

এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত পাঁচটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন ভিনি। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর