ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি সংবাদ সম্মেলন ডেকেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল করিব খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় ঐকমত্য কমিশনের সুপারিশের বিষয়ে আলোচনা হয়েছে। সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত সমূহ জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।