Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৪১ কোম্পানির দর

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১২:১১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৩:১২

পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী।

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪১টির দর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৯ ও ১৯৮৭ পয়েন্টে।

বিজ্ঞাপন

এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬১ কোটি ৩১ লাখ টাকা। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪১টি, কমেছে ৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর