Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না- নেতাকর্মীদের উদ্দেশে দুদু

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৫:১৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৭:০২

বৃহস্পতিবার আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু – (ছবি : সংগৃহীত)

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না। ঘরে বসে থাকলে চলবে না। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। ভোট চাইতে হবে। এ দেশের প্রকৃত মালিক দেশের জনগণ। তাদের সেই মালিকানা ফিরিয়ে দিতে তাদের সমর্থন লাগবে- এটা বুঝাবেন। আগেও এ দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, এবারও দেবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, চুয়াডাঙ্গার মানুষ যখনই ধানের শীষ পেয়েছে, তখনই ধানের শীষকে বিজয়ী করেছে। এই ধানের শীষ মাওলানা ভাসানী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ। বর্তমানে এই ধানের শীষ যুবকদের প্রিয়,এদেশের মানুষের সবচেয়ে প্রিয় আমাদের নেতা তারেক রহমানের। বিএনপির ধানের শীষ।

বিজ্ঞাপন

তিনি বলেন, চুয়াডাঙ্গার মানুষ সব সময় ন্যায়ের পক্ষে থেকেছে। অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি। অন্যায়ের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই বিএনপিকে নিয়ে যারা ব্যবসা করতে চেয়েছে, তাদের বাংলাদেশের মানুষ, চুয়াডাঙ্গার মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ দেশে গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠা করবে। তেমনি চুয়াডাঙ্গার মানুষ ন্যায় প্রতিষ্ঠা করবে ও গণতন্ত্রের পক্ষে কাজ করবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র,স্বাধীনতা,মানুষের ভোটার অধিকার, কৃষক,শ্রমিক,খেটে খাওয়ার মানুষের বাংলাদেশ রূপান্তরিত করবে বিএনপি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উপর থেকে যখন নির্দেশ আসবে তখন সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্য দল যা বলছে তাতে কাজ হবে না। দেশের জনগণ ধানের শীষ পছন্দ করে। তাই জনগণের সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করতে হবে। এবং ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জামান গুলা, সাবেক থানা সভাপতি শামীম রেজা ডালিম,পৌর সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা থানা সম্পাদক শেখ সাইফুল ইসলাম,আখসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও জেলা থানা নেতারা এ সময় উপস্থিত ছিলেন।