ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সব মন্ত্রণালয়, বিভাগের সচিব ও বিভিন্ন দফতর প্রধানদের সঙ্গে নাসির উদ্দিন কমিশনের বৈঠক চলছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত আছেন।
জানা গেছে, তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, ভোটকেন্দ্র থেকে পোস্ট অফিসের মাধ্যমে বিশেষ খামে ইসিতে ভোট গণণার বিররণী প্রেরণ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ ইতাদি কাযক্রমের প্রস্তাবনা প্রস্তুতের লক্ষ্যে এ আন্তঃমন্ত্রণালয় হচ্ছে।
আন্তঃমন্ত্রণালয় সভার জন্য ৩১টি মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়েছিল ইসি। যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের অধিকাংশই এসেছেন বলে ইসির জনসংযোগ পরিচালক জানান।