Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারিকেন মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে নিহত প্রায় ৩০

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৯:৩৬

হারিকেন মেলিসার আঘাতে প্লাবিত ক্যারিবীয় অঞ্চল। ছবি: সংগৃহীত

হারিকেন মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। হাইতিতে ভারী বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জ্যামাইকার উপকূলে সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে আঘাত হানে হারিকেনটি।

হারিকেন মেলিসার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২৯৮ কিলোমিটার, যা ক্যাটাগরি-৫ মাত্রার চেয়েও বেশি শক্তিশালী। বর্তমানে এটি ক্যাটাগরি-১ ঝড়ে দুর্বল হয়ে বাহামা দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে।

মেলিসার আঘাতে জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রায় ৭৭ শতাংশ এলাকা বিদ্যুৎহীন রয়েছে এবং বহু ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ২৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

বিজ্ঞাপন

হারিকেনটি সরাসরি আঘাত না হানা সত্ত্বেও হাইতিতে টানা বৃষ্টির কারণে নদী উপচে বন্যা দেখা দিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পেটি-গোয়েভ এলাকায় ১০ শিশুসহ কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।

কিউবায় ক্যাটাগরি-৩ ঝড় হিসেবে আঘাত হানে মেলিসা, যার ফলে অন্তত ২ লাখের বেশি মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পূর্বাঞ্চলে প্রায় ৭ লাখ ৩৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

শুভ বড়দিন আজ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর