ময়মনসিংহ: বর্তমানে ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর’কে ভিন্ন অধিদফতরের নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে স্বতন্ত্র নার্সিং পেশাকে ধ্বংসের অপচেষ্টার প্রতিবাদে, বাংলদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এবং নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে ‘বাংলদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)’, ‘বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)’ ও ‘সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (ডিজিএনএম)’।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, ‘৪৮ বৎসরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদফতরে একীভূত করার অপচেষ্টা চলছে।’
বক্তারা আরও বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ন্যায্যতা ও ন্যায়নীতির প্রতীক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রত্যক্ষ হস্তক্ষেপে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন ‘সেবা পরিদফতর’ যা উন্নীত বর্তমানে ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর’। এই প্রতিষ্ঠান ধ্বংসের যেকোনো ষড়যন্ত্র বন্ধ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সহ-সভাপতি আজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুমা পারভিন, ছাত্র-ছাত্রীবিষয়ক প্রতিনিধি মো. আব্দুল আহাদ খান ও সাবেক সভাপতি লুতফর রহমান প্রমুখ।