Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু বান্ধব জ্বালানি সরবরাহে ৮ কোটি ইউরো ঋণ দেবে জার্মান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৯:১০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২০:৪৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের বিদ্যুৎ খাতে জলবায়ু বান্ধব জ্বালানি সরবরাহ (স্মার্ট গ্রিড-২) শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ৮ কোটি ১০ লাখ ইউরো ঋণ ও অনুদান দেবে জার্মান সরকার। এর মধ্যে ৮ কোটি ইউরো হচ্ছে ঋণ এবং অবশিষ্ট ১০ লাখ ইউরো অনুদান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এ দু’দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সই করা হয়েছে। চুক্তিতেবাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং জার্মান সরকারের পক্ষে কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ক্যারোলিন গ্যাসনার ও পোর্টফোলিও ম্যানেজার ক্রিস্টিনা পোপ সই করেন।

বিজ্ঞাপন

ইআরডি জানায়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায় বোর্ড (বিআরইবি)। প্রকল্পটি গত ১৭ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-তে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চার বছর (জুলাই ২০২৫- জুন ২০২৯)। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮১৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ প্রায় ৪৮০ কোটি টাকা, প্রকল্প সাহায্য ১ হাজার ৮০ কোটি ৬৭ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল ২৫৭ কোটি ৩৫ লাখ টাকা।

ইআরডি জানায়, অনুদানের ১০ লাখ ইউরো বিআরইবি-কে অনুদান হিসেবে প্রদান করা হবে, যা বিশেষজ্ঞ সেবা খাতে ব্যয় করা হবে।

প্রকল্পের আওতায় বিদ্যমান ২৫টি আউটডোর সাবস্টেশনের ক্ষমতা ৮৪২ এমভিএ থেকে ১ হাজার ২৬০ এমভিএ-তে উন্নীত ও আধুনিকীকরণ এবং প্রকল্প এলাকায় নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও দক্ষ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ২০২৯ সালের জুনের মধ্যে সিস্টেম লস ৬.৬২ শতাংশ থেকে ৫.৮২ শতাংশে সামিয়ে আনা এবং সিস্টেম এভারেজ ইন্টেরাপশন ডিউরেশন ইনডেক্স (এসএআইডিআই) ৩৩২ মিনিট থেকে ৩০০ মিনিটে হ্রাস করা- এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

ইআরডি জানায়, জার্মান সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। ১৯৭২ সাল থেকে জার্মান সরকারের আর্থিক ও কারিগরি সহায়তার মোট প্রতিশ্রুতি প্রায় ৪০০ কোটি ইউরো। বর্তমানে কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশে ১২টি প্রকল্পে অর্থায়ন করছে। এর মধ্যে ৫৬ কোটি ৭৫ লাখ ইউরো ঋণ এবং ১৬ কোটি ৯০ লাখ ইউরো হচ্ছে অনুদান।

বিজ্ঞাপন

পাঠাও-এ এলো সিএনজি সেবা
৩০ অক্টোবর ২০২৫ ২০:৪১

আরো

সম্পর্কিত খবর