Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় মোবাইল ও কসমেটিকস উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৮:২৭

ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে ৫৯ বিজিবি। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১২টি ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন এবং সোনা মসজিদ আইসিপি এলাকা থেকে ২৭২টি ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করে। এসব পণ্য প্রচলিত নিয়মে কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালানসহ সকল রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর