Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফি বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৮:৪৩

বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন।

বগুড়া: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণে ফি বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের সাতমাথায় কর্মসূচিতে অংশ নেয় সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহসুলতান কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী জাকির হোসেন, শিহাব উদ-দৌলা, ইশা, তনু প্রমুখ।

বক্তব্যে তারা বলেন, ‘শিক্ষা-বানিজ্য একসঙ্গে চলে না। সংস্কারের নামে অতিরিক্ত ফি মেনে নেওয়া যাবে না। আগামী ২ নভেম্বরের মধ্যে বর্ধিত ফি প্রত্যাহার না করা হলে বগুড়া থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘পূর্বে ফরম পূরণের ফি এক হাজার ২০০ টাকা ছিল। এবার সংস্কারের নামে তা দুই হাজার করা হয়েছে। যা শিক্ষার্থীদের ব্যয় বাড়িয়ে দিয়েছে। এমন অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

পাঠাও-এ এলো সিএনজি সেবা
৩০ অক্টোবর ২০২৫ ২০:৪১

আরো

সম্পর্কিত খবর