Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শাপলা’ ও ‘শাপলা কলি’ এক নয়: ইসি সচিব

‎স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ২০:৪৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২২:৪৬

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘শাপলা’ ও ‘শাপলা কলি’ এক নয়। প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ কারও চাপে যুক্ত করা হয়নি।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৈঠক শেষে প্রতীকের তালিকায় সংশোধন করে ‘শাপলা কলি’ যুক্ত করার বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

‎আখতার আহমেদ বলেন, “কারও দাবির প্রেক্ষিতে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়নি। কিছু প্রতীক সম্পর্কে বিরূপ মন্তব্য আসার কারণে কমিশন এটা সংশোধন করেছে। সে বিবেচনায় ১৬টি বাদ দিয়ে মোট ১১৯টি প্রতীকের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে।’

ইসি সচিব স্পষ্ট করে বলেন, “‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা কোনো দলের দাবির প্রেক্ষিতে নয়, বরং কমিশনের নিজস্ব বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।”

বিজ্ঞাপন

‎এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল। তাই আগের কিছু প্রতীক পরিবর্তন করা হয়েছে। ভবিষ্যতে যদি কমিশন প্রয়োজন মনে করে, তাহলে আবারও পরিবর্তন করতে পারবে।’

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর