Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৯:৪৬

সাইনবোর্ড, মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।

বগুড়া: বগুড়ায় অনুমোদন না থাকায় ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা জেলা প্রশাসন থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম বগুড়া শহরের মোহাম্মদ আলী মাঠে গিয়ে মেলাটি বন্ধ ঘোষণা করেন।

মেলা বন্ধ ঘোষণা করার পর মেলার দোকানদাররা সাইনবোর্ড, মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। বৃষ্টি মাথায় নিয়ে মেলার ভেতরের ডেকোরেশন খুলতে দেখা যায়। মেলা আয়োজক কমিটি মেলার অনুমোদন ও সময় বৃদ্ধির আবেদন করলেও সেটি আইন অমান্য করার অভিযোগে মেলাটি বন্ধ ঘোষণা করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মেলাটি এই মাঠে আয়োজন করার জন্য ১৫ দিনের অনুমোদন গ্রহণ করেন। পরে সেটি আরও সময় বাড়ানোর জন্য বলা হয়। কিন্তু মেলার অনুমোদন শেষ হয়ে যাওয়ার কারণে অনুমোদন না থাকায় ও আশপাশের পরিবেশ, শৃঙ্খলা অবনতি হওয়ায় মেলাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এই মাঠে মেলা আয়োজন বন্ধ করার জন্য স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করে। পরে তাদের ক্লাশে পাঠানো হয়। মেলা বন্ধের আগে তাদের সময় দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

এর আগে, গত ৩ অক্টোবর সকালে মেলাটির উদ্বোধন করা হয়। মেলাটি স্থানীয় কয়েকটি সংগঠন আয়োজন করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর