Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে ব্রেস্ট ক্যানসার সচেতনতা ক্যাম্প

সাারাবাংলা ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫ ২০:০০

বক্তব্য দিচ্ছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে রাজধানী ঢাকার গুলশানে শুরু হয়েছে দুই দিনব্যাপী ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক ক্যাম্পেইন। ‘সচেতন তুমি বিজয়ীনী তুমি’-স্লোগানকে সামনে রেখে গুলশানের ডিসিসি নর্থ সুপার মার্কেট চত্বরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শুরু হয় ক্যাম্পের কার্যক্রম।

প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত এমন এক আদর্শে বিশ্বাস করে, যে আদর্শ কোনো দল বা মতের জন্য নয়; বরং সারা পৃথিবীর সকল মানুষের জন্য মুক্তি ও কল্যাণের পথ। আর এ কারণেই আমরা মানবসেবামূলক কর্মকাণ্ডেই সবেচেয়ে বেশী প্রেরণা অনুভব করি। আর তাই আমাদের মিশন এবং ভিশন হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পূণর্গঠিত করে স্বাস্থ্যসেবাকে গণমানুষের কাছে সহজলভ্য করে তোলা। কারণ, জামায়াত এদেশে এমন একটি উদাহরণ স্থাপন করতে চায়, যেখানে ক্ষমতাসীন দল শাসক না হয়ে মানুষের সেবক হিসেবে ভূমিকা পালন করবে।’

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে ভষ্যিতে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সকল দুর্নীতির মূলোৎপাটন করে এই সেবাকে অসহায় ও গরীব মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

জামায়াত কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারী অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা সকল শ্রেণী-পেশার নারীগণকে নিজেদের সুস্বাস্থ্য রক্ষায় সচেতন করে তোলার জন্য জামায়াতের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাম্পে থাকছে ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক পরামর্শ, মেয়েদের অন্যান্য স্বাস্থ্য পরামর্শ ও সচেতনতামূলক বক্তৃতা। আগ্রহীরা ইতিমধ্যেই ক্যাম্পে ভিড় জমাতে শুরু করেছেন এবং এ ধরণের আয়োজনকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। সব বয়সের নারীগণকে ক্যাম্পে অংশ নেওয়ার জন্য সবিনয় আমন্ত্রণ জানিয়েছেন এই ক্যাম্পের আয়োজকেরা।

ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের রেডিওলোজি বিভাগের প্রধান ডা. হাবীবা চৌধুরী সুইট, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান ডাঃ নাঈমা মোয়াজেম, ঢাকা মহানগলী দক্ষিণ মহিলা বিভাগ সেক্রেটারি আয়েশা সিদ্দিকা, উত্তর সেক্রেটারি নাসরিন আক্তার, দক্ষিণ সহকারী সেক্রেটারি জান্নাতুল করীম, উত্তর কালচারাল সেক্রেটারি আঁখি ফেরদৌসী প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর