Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজার্ভের অর্থে ইডিএফ ও পুনঃঅর্থায়ন কর্মসূচিতে আইএমএফ’র অসন্তোষ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ২০:৪২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২০:৪৩

ঢাকা: রিজার্ভ থেকে রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠনসহ বিভিন্ন পুন:অর্থায়ন এবং প্রাক-অর্থায়ন সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকায় সফররত আইএমএফ মিশন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে এসব আপত্তি তুলে ধরেন সংস্থার প্রতিনিধি দলের সদস্যরা। অনুষ্ঠানে আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিও প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক (গ্রেড-১) ড. এজাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সূত্র জানায়, আইএমএফ’র ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত হিসাবে সরকারি ব্যাংকের খেলাপি ১০ শতাংশের নিনে নামিয়ে আনতে হবে। গত বছরের আগস্টে সরকারের পালাবদলের পর গোপন করে রাখা খেলাপি ঋণের তথ্য প্রকাশ করা হয়। সে হিসাবে গত জুন শেষে মাত্র ১ বছরে খেলাপি ঋণ প্রায় ৪ লাখ কোটি টাকা বেড়ে ৬ লাখ ৬৭ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। আর সরকারি ব্যাংকগুলোর খেলাপি হার ৪০ শতাংশ ছাড়িয়েছে। আর বেসরকারি খাতেও খেলাপি ১০ শতাংশ ছাড়িয়েছে। তবে খেলাপি ঋণ কমাতে না পারলেও তবে বিগত সরকারের সময় গোপন করে রাখা বিপুল পরিমাণ খেলাপির প্রকৃত চিত্র প্রকাশ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

সূত্র জানায়, সভায় মুদ্রানীতির কাঠামো বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা। তারা মূল্যস্ফীতি কমায় সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু সংকোচনমূলক নীতির কারণে যেন বিনিয়যোগ দীর্ঘ সময় বাধাগ্রসাত না হয় সেজন্য সুনির্দিষ্ট পন্থা জানতে চেয়েছে সংস্থাটি। একই সঙ্গ তারা পরবর্তী ১২ মাসের জন্য সামষ্টিক অর্থনীতির ওপর রূপরেখা বিষয়ে জানতে চেয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, খেলাপি ঋণসহ রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের সাম্প্রতিক চিত্র, ব্যাংক খাতে তারল্যসংকট, ব্যাংকগুলোকে দেওয়া পুনর্মূলধন, বৈদেশিক মুদ্রার সংকটের চিত্র এবং ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি এবং তা কমানোর পদক্ষেপ বিষয়ে জানতে চায় আইএএমএফের প্রতিনিদি দল। এছাড়া জলবায়, টেকসই বিনিয়ৈাগে এবং সবুজ অর্থনীতিতে কী ধরণের পদক্ষেপ রয়ৈছে তা জানতে চেয়েছে সফররত দাতা সংস্থাটির সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, আইএমএফ পঞ্চম রিভিউ মিশন রেগুলার ভিজিট করছে। মিশনটি তাদের ঋণের শর্তের অগ্রগতি জানতে তথ্য নিচ্ছে। বিশেষ করে মূল্যস্ফিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ, সুদের হার, তারল্য সহায়তা, রিজার্ভের ব্যবহার, খেলাপি ঋণ কামাতে পদক্ষেপ বিষয়ে জোর দিয়েছে।