Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ২০:৩৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২২:৪৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল মজিদ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ী ডাচবাংলা রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ যশোর জেলার চৌগাছা থানার জামালতা গ্রামের বাসিন্দা এবং একই থানার সিংহজুরি ইউনিয়নের বিএনপির সভাপতি ছিলেন।

হাসপাতালে মৃত আাব্দুল মজিদের বন্ধু আলমগীর হোসেন জানান, তারা চারজন দুই মোটরসাইকেলে করে যশোর থেকে গিয়েছিলেন কক্সবাজার রাঙ্গামাটি এলাকায়। সেখান থেকে যশোর যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় আসতে ছিলেন। মজিদ আলমগীরের মোটরসাইকেলের পিছনে ছিলেন। যাত্রাবাড়ী ডাচবাংলা রোডে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পরে গুরুতর আহত হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ি থানায় অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই