Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঠাও-এ এলো সিএনজি সেবা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ২০:৪১

পাঠাও-এ এলো সিএনজি সেবা। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় হোমগ্রোন সুপার অ্যাপ পাঠাও উদযাপন করছে তাদের ১০ বছরের যাত্রা, আর এই আনন্দঘন মুহূর্তে পাঠাও নিয়ে এলো নতুন রাইড অপশন পাঠাও সিএনজি! এখন থেকে ইউজাররা পাঠাও রাইডে একসঙ্গে পাবেন বাইক, কার, ও পাঠাও সিএনজিও। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনন্দিন যাতায়াতে সবার চাই আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী রাইড। আর এই প্রয়োজনীয়তা থেকেই পাঠাও নিয়ে এসেছে পাঠাও সিএনজি। বাইক ও কার-এর মাঝামাঝি ভাড়ার এই রাইডটি ইউজারদের জন্য হবে আরেকটি সাশ্রয়ী, নিরাপদ ও নির্ভরযোগ্য আধুনিক যাতায়াত মাধ্যম।

পাঠাও সিএনজি-তে চলছে এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফার! পাঠাও পে দিয়ে প্রথম তিনটি সিএনজি রাইডের পেমেন্ট করলেই পাবেন ১০ শতাংশ পর্যন্ত (প্রতি রাইডে ১০০ টাকা করে সর্বোচ্চ ৩০০ টাকা) ক্যাশব্যাক! অফারটি প্রযোজ্য ২৯ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

এতে বলা হয়, পাঠাও অ্যাপে আগের মতোই সহজে সিএনজি রিকোয়েস্ট করতে পারবেন। শুধু রাইড অপশন থেকে ‘সিএনজি’ সিলেক্ট করে গন্তব্য দিন আর উপভোগ করুন একদম ঝামেলামুক্ত রাইড অভিজ্ঞতা। সাথে থাকছে বিডিং মডেল সুবিধাও। আপনার সুবিধা বা প্রয়োজনমতো ভাড়া বিড করে সহজেই পৌঁছে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে।

আপনার প্রতিটি পাঠাও সিএনজি রাইডেই থাকছে পাঠাও সেফটি-এর নিশ্চয়তা, জরুরি অবস্থার জন্য আছে এসওএস বাটন, পরিবার বা বন্ধুর সাথে প্রয়োজনে লাইভ রাইড লোকেশন শেয়ার, চালক ও যাত্রী উভয়ের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত সেফটি কভারেজ সুবিধা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, তিন লাখ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, দুই লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫ লাখেরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম