Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দুরকানীতে বিএনপির উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ০০:১২

বিএনপির উঠান বৈঠক

পিরোজপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের পাড়েরহাট আবাসনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, দৈনিক কালের কণ্ঠ-এর যুগ্ম সম্পাদক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ, জেলা যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা, ছাত্রনেতা আতিক ও ব্যবসায়ী নেতা লিটন প্রমুখ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, ‘বিএনপির ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটি হচ্ছে জনগণের মুক্তি ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের রূপরেখা।’

অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর