Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন প্রয়োজন: হাসনাত আব্দুল্লাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৬:৫৪

সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। ছবি: সারাবাংলা

পিরোজপুর: বরিশাল বিভাগের ছয় জেলার সাংগঠনিক মতবিনিময়ের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহামুদা আলম মিতু, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুল ইসলাম তুহিন।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

বিজ্ঞাপন

এসময় পিরোজপুর জেলার যুগ্ম সমন্বয়কারী মাহাবুবুল আলম নাঈম, মো. আল আমিন খানসহ জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার কাজ চলছে। খুব শিগগিরই পিরোজপুর জেলা কমিটি গঠন করা হবে। নতুন পরিবর্তনের রাজনীতি, বৈষম্যহীন রাজনীতি ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে এনসিপির পতাকাতলে যোগ দিতে আমরা পিরোজপুরের মানুষকে আহ্বান জানাই।‘

সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদ থাকাকালীন পুরো সময়টা বাংলাদেশ একটি গণতন্ত্রহীন সময় অতিক্রম করেছে। এখন গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মধ্য দিয়েই আমরা একটি নতুন যাত্রা শুরু করতে চাই, যেখানে জাতীয় নাগরিক পার্টি ভূমিকা রাখতে পারবে ‘

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোতে এখনো কোনো নীতিমালার স্বচ্ছতা নেই। শাপলা প্রতীক অন্তর্ভুক্তির বিষয়েও কমিশনের অবস্থান স্পষ্ট নয়। আমরা নীতিমালা দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘সংস্কারের পক্ষে যারা থাকবে, এনসিপি তাদের সঙ্গেই থাকবে। আর সংস্কারের বিপক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হবে। আওয়ামী লীগকে বাদ দিয়েই এখন দেশের রাজনৈতিক অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে।‘

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর