Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীদের বিজয়ী করুন: মুজিবুর

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৬:২৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৭:৫৪

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে।

ঢাকা: রাসূল (সা.) প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্রের আদলে দেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং ন্যায়- ইনসাফের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আসন্ন নির্বাচনে ঢাকা-১৫ আসনে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (৩১ অক্টোবর) মিরপুর-১৩ নম্বরে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘সুস্থতা আল্লাহ তা’য়ালার বড় নেয়ামত। মূলত, অসুস্থ হলে আল্লাহ তা’য়ালাই শিফা দান করেন। এজন্য আমাদেরকে চিকিৎসার পাশাপাশি শেষ রাতে আল্লাহর কাছে ধর্না দিতে হবে। কারণ, চাইলেই তিনি বান্দাদের সবকিছু দিয়ে দেন-এ অঙ্গীকার আল্লাহরই। মূলত, চিকিৎসার ক্ষেত্রে আরোগ্যের চেয়ে প্রতিরোধই শ্রেয়তর। তাই আমাদের প্রত্যেককে স্বাস্থ্য সচেতন হতে হবে। পরিমিত আহার, স্বাস্থ্যসম্মত খাবার ও দৈহিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ জীবনযাপনে অতিমাত্রায় সচেতনতা অবলম্বন করতে হবে। তাহলেই আমরা সুস্বাস্থ্যের অধিকারী দেশের গর্বিত নাগরিক হতে পারবো।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য সচেতন হলে বা সুস্থ্য থাকলে ব্যক্তির জীবন যেমন আনন্দঘন হয়ে ওঠে, ঠিক তেমনিভাবে দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে এবং জাতিকে সুখী-সমৃদ্ধ করতে আমাদেরকে সচেতন হতে হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে সুচিন্তিতভাবে রায় প্রদান করতে হবে।’

তিনি ঢাকা-১৫ আসনে আমিরে জামায়াতের প্রার্থীতার কথা উল্লেখ করে বলেন, ‘এ আসনে সংগঠন সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। আমিরে জামায়াত শুধু দেশেই নন বরং আন্তর্জাতিকভাবেও বরেণ্য ব্যক্তি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণ তার যোগ্যতর খেদমত পাবেন।’

থানা আমির রেজাউল করিম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি আশিকুর রহমানের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ডা. কর্নেল জিহাদ খান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহসহ স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর