চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগর পুলিশ লাইনে বাস উলটে ২৭ জন নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা চলমান বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ ক্রিকেট খেলায় দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। আহত ২৭ নারী পুলিশ সদস্যের মধ্যে ১২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন জানান, সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্টইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যরা। তাদের বহনকারী বাস দামপাড়া পুলিশ লাইনের ভেতরে উঁচু স্থান থেকে ঢালু রাস্তায় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এসময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন। তবে তাদের কারও অবস্থা তেমন গুরুতর নয় বলে তিনি জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে বলেন, ‘বাস উলটে আহত ১২ জন পুলিশ সদস্য এখানে চিকিৎসাধীন আছেন। আরও ১৫ জনের মতো দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে আছেন। সবাই শঙ্কামুক্ত।’
 
                                     
                         
                         
                        