Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানজানিয়ায় ৩য় দিনেও রাজপথে বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫ ১৮:৫২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:১২

ছবি: সংগৃহীত

তানজানিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে টানা তৃতীয় দিনের মতো দেশটির প্রধান শহরগুলোতে বিক্ষোভকারীরা রাজপথে নেমেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত বুধবারের নির্বাচনকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে তরুণ প্রতিবাদকারীরা রাস্তায় বিক্ষোভ করছেন। তাদের অভিযোগ, নির্বাচনে প্রধান বিরোধীদলীয় নেতাদের প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রধান বিরোধীদলীয় নেতা তুন্দু লিসু দেশদ্রোহিতার অভিযোগে বর্তমানে কারাগারে আছেন এবং তার দল নির্বাচন বর্জন করেছে। তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

আরেকজন গুরুত্বপূর্ণ বিরোধী নেতা, এসিটি-ওয়াজালেন্দো পার্টির লুহাগা ম্পিনা আইনি জটিলতার অজুহাতে নির্বাচনে অযোগ্য ঘোষিত হন।

ক্ষমতাসীন দল চামা চা মাপিন্দুজী ১৯৬১ সাল থেকে দেশটি শাসন করছে। তাদের প্রার্থী প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। নির্বাচন কমিশন ইতোমধ্যে অর্ধেকেরও বেশি আসনের ফল ঘোষণা করেছে।

দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় হতাহতের খবর নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

জাতিসংঘ (ইউএন) তানজানিয়ার নিরাপত্তা বাহিনীর প্রতি অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র সেইফ মাগাংগো ‘বিশ্বাসযোগ্য সূত্রের’ বরাত দিয়ে রয়টার্সকে জানিয়েছেন, নির্বাচনে সংশ্লিষ্ট বিক্ষোভে কমপক্ষে ১০ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

হাসপাতালগুলো সাংবাদিক বা মানবাধিকার গোষ্ঠীর কাছে হতাহতের তথ্য দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

এর মধ্যে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল জ্যাকব জন মকুন্দা বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। রাষ্ট্রীয় টিভিতে তিনি বলেন, ‘সামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করবে।’ তিনি প্রতিবাদকারীদের ‘অপরাধী’ হিসেবে অভিহিত করেন। তা সত্ত্বেও, বিক্ষোভকারীরা বাণিজ্যিক রাজধানী দার এস সালাম-এর রাস্তায় পুনরায় নেমে এসেছেন।

প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। শুরুতে রাজনৈতিক দমনপীড়ন শিথিল করার জন্য তিনি প্রশংসিত হলেও, বর্তমানে তার সরকারের বিরুদ্ধে গ্রেফতার ও অপহরণের মাধ্যমে সমালোচকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে।

এদিকে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শনিবার ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর