Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধনে ইসলামী ব্যাংকের হাজারো কর্মী

স্পেশাল করেসপন্ডেন্ট 
৩১ অক্টোবর ২০২৫ ১৯:০১ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:৫৯

মানববন্ধনে ইসলামী ব্যাংকের হাজারো চাকরিচ্যুত কর্মী

চট্টগ্রাম ব্যুরো: চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংক থেকে সদ্য চাকরিচ্যুত হাজারখানেক কর্মী।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়েছে। এতে চাকরিচ্যুত কর্মীরা ব্যানার–ফেস্টুন হাতে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে জানানো হয়, প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পর সম্প্রতি ইসলামী ব্যাংক নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞাপন দেয়। আগামী শনিবার (১ নভেম্বর) ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রক্রিয়ার বিরুদ্ধে চাকরিচ্যুতরা আদালতে গেছেন।

বিজ্ঞাপন

নতুন নিয়োগের এই উদ্যোগকে ‘অন্যায়’ এবং ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে মানববন্ধনে চাকরিচ্যুত কর্মকর্তা এস এম এমদাদ হোসাইন বলেন, ‘আমরা নিয়ম মেনেই চাকরিতে যোগ দিয়েছিলাম। অভ্যন্তরীণ পরীক্ষা, পদোন্নতি—সবকিছু পেয়েছি যোগ্যতার ভিত্তিতে। কিন্তু কোনো কারণ ছাড়াই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। এখন আবার নতুন করে নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র চলছে। সম্পূর্ণ বেআইনি পথে বর্তমান বোর্ড যা ইচ্ছা তাই করছে। আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই।’

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘পরীক্ষায় যারা অংশ নেবেন, তারা আমাদের ভাই-বোন। আপনারা দেখেছেন কীভাবে আমাদের পথে বসানো হয়েছে। আপনাদেরও একই পরিণতি হতে পারে। তাদের পাতানো ফাঁদে পা দেবেন না।’

আরও বক্তব্য দেন মোক্তার হুসেন রসিদ ও মোহাম্মদ হুমায়ুন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর