Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান কার্যালয়ের জন্য গুলশানে জমি কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৯:১৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ছবি: সংগৃহীত

ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের নতুন করপোরেট প্রধান কার্যালয় স্থাপনের জন্য রাজধানীর গুলশান এলাকায় ৩০০ কোটি টাকা ব্যয় ক‌রে এক বিঘা জমি কিনতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেসরকারি খাতের ব্যাংকটি এ ঘোষণা দেয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও নিবন্ধন খরচ অন্তর্ভুক্ত নয়। এ ছাড়া এই পদক্ষেপটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বাস্তবায়িত হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ বুধবার এই নতুন জমি কেনার পরিকল্পনা অনুমোদন করে। এর মাধ্যমে গুলশান-১-এ অবস্থিত দ্য কিউব নামের একটি ২১-তলা বাণিজ্যিক ভবনের নিচতলা থেকে ১৪তলা পর্যন্ত মোট ১৫টি ফ্লোর কেনার পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিল করা হলো।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভ্যাট ও নিবন্ধন খরচ বাদে ৪৫০ কোটি টাকা ব্যয়ে ওই ফ্লোরগুলো কেনার অনুমোদন দিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২০৩ দশমিক ৮৪ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ের ২০৩ দশমিক ৭৪ কোটি টাকার প্রায় সমান। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৮৮ টাকায় স্থিতিশীল রয়েছে।

তবে শুধু জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির মুনাফা কিছুটা কমে ৮৭ দশমিক ৭৩ কোটি টাকা হয়েছে এবং ইপিএস দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭০ টাকা। গত বছরের একই প্রান্তিকে ব্যাংকটির মুনাফা ছিল ৯০ দশমিক ১২ কোটি টাকা।

২০২৪ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৩১৬ দশমিক ৬৫ কোটি টাকা মুনাফা করেছিল; সে সময় ইপিএস ছিল ৩ দশমিক ২২ টাকা। ওই বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়ে ১২ দশমিক ২০ টাকায় লেনদেন শেষ হয়েছে।