গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম রুবেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা অপর যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জ পৌরশহরের হাবলুরমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের গফ্ফারচরের জামরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মাওলানা ভাসানীসেতু (হরিপুর-চিলমারীসেতু) থেকে বাড়ি ফিরতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে সুন্দরগঞ্জ পৌরশহরের হাবলুরমোড় নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা আর একটি মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোবাইক ও পথচারীর সমাগম দেখে তারা এ দুর্ঘটনার কবলে পড়েন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন। নিহত রুবেলের মা সংবাদ পেয়ে থানার উদ্দেশ্যে রওয়ানা করেছেন। চিকিৎসাধীন অপর যুবক একই গ্রামের ও রুবেলের বন্ধু।’