Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে: তামিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ০০:০৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ০০:১৭

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অন্যান্যরা।

বগুড়া: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, বগুড়ায় ক্রিকেট অ্যাকাডেমি হলে মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়ের মত প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমকে প্রেজেন্ট করতে পারে। আমি বগুড়ায় অনেক বার এসেছি। বগুড়ার ক্রিকেট মাঠে আমি খেলেছি। বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়া। আশা করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট আগের মত আবার ফিরবে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বগুড়া সদরের এরুলিয়া হাইখোলা বালুর মাঠে বগুড়া ফুটবল অ্যাকাডেমির আয়োজনে ‘বিএফএ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা বেলুন ও ফেন্টুর উড়িয়ে উদ্বোধন করেন অ্যাকাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

বিজ্ঞাপন

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এসব কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ। খেলা শুরুর পূর্বে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে কানায় কানায়
পূর্ণ হয় মাঠ।

খেলার প্রথমআর্ধে ১-০ গোলে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব। খেলার পুরোটা সময় আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রাফি ও প্রইজমানি তুলে দেন তামিম ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকও সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।