Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ দিন পর শিক্ষকদের অনশন ভাঙালেন ড. আনিসুজ্জামান


১১ জুলাই ২০১৮ ১৫:৫২ | আপডেট: ১১ জুলাই ২০১৮ ১৬:০৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

টানা ১৭ দিন পর অনশন ভাঙলেন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

বুধবার (১১ জুলাই) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত শিক্ষকদের পানি ও ফলের রস পান করিয়ে অনশন ভাঙান জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। তাঁর নেতৃত্বে শিক্ষকদের সঙ্গে কথা বলতে আসেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, জাতীয় জাদুঘরের দুই ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী ও সারোয়ার আলী।

ড. আনিসুজ্জামান বলেন, ‘আমি এখানে সহকর্মী হিসেবে উপস্থিত হয়েছি। অনশন চালানোর ফলে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যে বিবৃতি দিয়েছেন আশা করি এতেই সফলতা আসবে। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে যে চারজন উপস্থিত হয়েছি। আমরা অনুরোধ করছি আপনারা অনশন ভেঙে ক্লাসে ফিরে যাবেন।’

এসব শিক্ষা প্রতিষ্ঠানে যেন দ্রুত এমপিওভুক্তির কার্যক্রম শুরু করা হয় এজন্য সরকারের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান এই জাতীয় অধ্যাপক।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ’যত দ্রুত সম্ভব আপনাদের আবেদন ও দাবি পূরণ করার জন্য প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যাবো।’

এসময় আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে মাহমুদুন্নবী ডলার বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ বৈঠক হয়েছে। আমরা এতে আশাবাদী। আমরা স্যারদের কথায় অনশন তুলে নিচ্ছি। আজই নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে শিক্ষায় মনোনিবেশ করবো।’

এই বক্তব্য শেষে আনিসুজ্জামান ও রাশেদা কে চৌধুরী অনশনরতদের ফলের রস ও পানি পান করান।

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি বা সরকারি সুবিধাপ্রাপ্তির জন্য গত ২৫ জুন থেকে অনশন শুরু করেন ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এর আগে ১০ জুন থেকে দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা।

বিজ্ঞাপন

এই অনশনে অন্তত ৩৫ শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

তরমুজের এত গুণ!
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২৭

অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর