Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১০:৩৪

ছবি: সারাবংলা

ঢাকা: বহুদিনের ধূলিঝড় ও ধোঁয়াশা পেরিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন ঢাকাবাসী। টানা বৃষ্টির পর রাজধানীর বায়ুমান ‘সহনীয়’ পর্যায়ে নেমে এসেছে, যা জনস্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে নিরাপদ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই (Air Quality Index) স্কোর দাঁড়িয়েছে ৭৩, যা বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৩তম অবস্থান। এ মান ‘সহনীয়’ (Moderate) পর্যায়ে পড়ে— অর্থাৎ বায়ুতে দূষণ থাকলেও সাধারণ মানুষের জন্য তা এখন ঝুঁকিপূর্ণ নয়।

অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানের লাহোরে পরিস্থিতি এখনও ভয়াবহ। শহরটির একিউআই স্কোর ৩৮২, যা বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। ভারতের দিল্লি ২২৯ স্কোর নিয়ে দ্বিতীয়, আর চীনের সাংহাই ২০১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে।

বিজ্ঞাপন

এছাড়া কাতারের দোহা, চীনের উহান, বাহরাইনের মানামা, ইন্দোনেশিয়ার মেদান, সৌদি আরবের রিয়াদ ও ভিয়েতনামের হো চি মিনসহ আরও কয়েকটি শহরে বায়ুমান এখনও ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকায় সাম্প্রতিক বৃষ্টিপাত ধুলিকণা ও ক্ষুদ্র দূষণ কণাকে বাতাস থেকে ধুয়ে নামিয়েছে, যার ফলে একিউআই সূচক দ্রুত নেমে এসেছে। তবে তারা সতর্ক করে বলছেন— “বৃষ্টি থেমে গেলে পুনরায় ধুলা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের কারণে দূষণ বাড়তে পারে, তাই টেকসই সমাধান দরকার।”

একিউআই সূচক অনুযায়ী:

০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি বা সহনীয়
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

ঢাকার এই উন্নত বায়ুমান সাময়িক হলেও নাগরিকদের জন্য একটুখানি স্বস্তির খবর।

পরিবেশবিদরা বলছেন, নগর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা ও যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিলে এ ধরনের ‘সহনীয়’ পরিবেশ দীর্ঘস্থায়ী করা সম্ভব।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে সজীব গ্রুপ
১ নভেম্বর ২০২৫ ১২:২০

চাকরি দিচ্ছে রূপায়ণ হাউজিং
১ নভেম্বর ২০২৫ ১২:০২

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে
১ নভেম্বর ২০২৫ ১১:২৯

আরো