Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গুয়ার এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মগবাজারে রেলপথ অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১২:৩২ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৩:৫২

ঢাকা: অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস ট্রেন চালুসহ আট দফা দাবি বাস্তবায়নে রাজধানীর মগবাজারে রেলপথ অবরোধ করেছে ঢাকাস্থ সিলেটবাসী।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রেলপথ অবরোধ করে। একইসঙ্গে তারা অবস্থান কর্মসূচিও পালন করছে।

অবরোধকারীরা বলছে, অবরোধ ও অবস্থান কর্মসুচীতে সিলেটি বিশিষ্ট রাজনীতিবিদ, সামাজিক ও কমিউনিটি নেতারা উপস্থিত রয়েছেন।

তাদের দাবি, ঢাকা সিলেট রুটে অনুমোদিত ট্রেন টাঙ্গুয়ার এক্সপ্রেস চালু করতে হবে। আর গড়িমসি করা যাবে না।

তারা জানান, সিলেটের সড়কের অবস্থা বেহাল। মানুষের দুর্ভোগ হচ্ছে যাতায়াতে। তাই নতুন ট্রেনটি চালু হলে কিছুটা উপকার হবে সাধারণ মানুষের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর