রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার প্রথম মৌসুমে শিরোপা জিততে পারেননি। তবে ট্রফি না পেলেও মাঠে ঠিকই দাপট দেখিয়েছেন কিলিয়ান এমবাপে। রিয়াল হয়ে গত মৌসুমে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। সেই গোল্ডেন বুট অবশেষে হাতে উঠল ফ্রেঞ্চ তারকার। গোল্ডেন বুট উঁচিয়ে ধরে এমবাপে বললেন, রিয়ালের হয়ে বহু বছর খেলে পেতে চান অনেক সাফল্য।
মাদ্রিদের হয়ে নিজের অভিষেক মৌসুমে লা লিগায় এমবাপে গোল পেয়েছেন ৩১টি। মৌসুম শেষে এমবাপের পয়েন্ট ছিল ৬২। ৫৮.৫ পয়েন্ট পেয়ে এমবাপেকে আর ছোঁয়া হয়নি স্পোর্টিং সিপির ভিক্টর ইয়োকেরেসের। লিভারপুলের মোহাম্মদ সালাহ ৫৮ পয়েন্ট নিয়ে হয়েছিলেন তৃতীয়।
সান্তিয়াগো বার্নাব্যুয়ের প্রেসিডেন্সিয়াল বক্সে আয়োজিত অনুষ্ঠানে এমবাপের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। সেখানে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, কোচ জাভি আলোনসোসহ দলের সব খেলোয়াড় উপস্থিত ছিলেন।
এমবাপে বলেন, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য আনন্দের। আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত, প্রথমবার আমি এই পুরস্কার জিতেছি। একজন ফরোয়ার্ড হিসেবে আমার কাছে এর মূল্য অনেক। এই খেলোয়াড়দের ছাড়া পুরস্কারটি জেতা অসম্ভব, আমি তা জানি। ক্লাব, চিকিৎসক, স্টাফদের ধন্যবাদ জানাতে চাই, যারা মাঠের ভেতরে ও বাইরে আমাকে সাহায্য করেছেন। আশা করি, আবারও এটি জিতব, পরের বছর। (এই মৌসুমে) আমি ভালো শুরু করেছি।’
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১১ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপে। এমবাপে বলছেন, আরও অনেক বছর রিয়ালে থেকে যেতে চান তিনি, ‘আমাদের অসাধারণ এক দল আছে। আশা করি, এই বছর আমরা গুরুত্বপূর্ণ ট্রফি জিতব। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দলীয় সাফল্য। আশা করি, অনেক বছর এখানে থাকব এবং এই ধরনের পুরস্কার আরও অনেকবার জিতব।’
রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপে। তার আগে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো তার ক্যারিয়ারে মোট চারবার পেয়েছেন এই স্বীকৃতি। রেকর্ড ছয়বার পেয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি।