Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৪:৩০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি

ঢাকা: রাজশাহী মহানগর বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মোট ১৪ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। পরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঘোষিত আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী।

বিজ্ঞাপন

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বজলুল হুদা মন্টু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রবিউল ইসলাম মিলু। এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ও মো. মাইনুল আহসান (পান্না)।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর