Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৬:১৯ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৭:৩৯

ঢাকা: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে এলাকার বিভিন্ন জায়গা থেকে আটজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পারভেজ (২৮) রাকিব (১৯) সবুজ খান (২০), সালাউদ্দিন (২০), পারভেজ (৪২), সজিব (২৩), নয়ন (২০) ও আশিক (২৬)।

অপরদিকে নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) নিউমার্কেট থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- রাসেল (৩৫), মো. হাবিবুর রহমান (২৬), মো. হাবিব (২১), মো. তারেক (৩৩) ও মো. সোলায়মান (৩০)।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর