ময়মনসিংহ: বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যে ভোটের জন্য হত্যা, গুম ও ক্রসফায়ারের মতো ঘটনা ঘটিয়েছিল বিগত সরকার, ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পর সে ভোটের মাধ্যমে দেশের মানুষের গণতান্ত্রিক সরকারের একটা প্রত্যাশা ছিল। কিন্তু, আমরা যে প্রত্যাশা করেছিলাম, বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কারণে দেশের মানুষ সে প্রত্যাশা অর্জনে সন্ধিহান হচ্ছে।
শনিবার (১ নভেম্বর) সকালে জেলা ময়মনসিংহ আইনজীবী সমিতির সৈয়দ নজরুল ইসলাম ভবনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিল, এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে। দেশবাসি যে প্রত্যাশা করেছিল, তার সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কারণে বাংলাদেশের মানুষ সন্দিহান হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সমন্বয়ে যে জুলাই সনদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল সেই স্বাক্ষরিত জুলাই সনদ বর্তমানে উপস্থাপন করা হয়নি। অবিলম্বে প্রতরানা বন্ধ করে জাতির সামনে স্বাক্ষরিত জুলাই সনদ উপস্থাপন করুন। কারো কথায় বা পরামর্শে তা থেকে বেরিয়ে আসবেন না। শেখ হাসিনা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে আইনের শাসনকে ব্যক্তিশাসনে পরিনত করে সংসদকে বানিয়েছিলেন রাবার স্ট্যাম্প। জুডিশিয়ালকে অন্যায়ভাবে কন্ট্রোল করেছিলেন, যার ফলে এসকে সিনহাকে প্রধান বিচারপতি হয়েও দেশ ত্যাগ করতে হয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ একটা গণতান্ত্রিক সরকার পাবে। যে ভোটের জন্য আমার ভাই রক্ত দিয়েছে, যে ভোটের জন্য আমার ভাইকে ক্রসফায়ারে দিয়েছিল, সেই ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আমরা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের সমন্বয়ে যে জুলাই সনদ স্বাক্ষরিত হচ্ছে, সেই স্বাক্ষরিত জুলাই সনদ বর্তমানে প্রডিউস করা হয়নি। আমরা তার নিন্দা জানাই, আমরা তার প্রতিবাদ জানাই।’
ব্যারিষ্টার কায়সার কামাল আরও বলেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনি তাদের কথায় যদি নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা করেন, তাহলে একাত্তরের চেতনা, নব্বইয়ের চেতনা ও সর্বশেষ জুলাই অভ্যুত্থানের চেতনায় জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষনা করতে আইনজীবি সমাজ দেশব্যাপী আন্দোলন করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সহসভাপতি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নূরুল হক, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী, সহিদুজ্জামান, আব্দুল্লাহ আল মাহবুব, পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল আজিজ টুটুলসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
উল্লেখ্য, দ্বি-বার্ষিক কাউন্সিলে ময়মনসিংহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।