পিরোজপুর: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের উদ্যোগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে জেলা প্রশাসন, সমবায় অধিদফতর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান এবং জেলা সমবায় কর্মকর্তা পংকজ কুমার চন্দ।
এছাড়া, বক্তব্য দেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা কামরুননেছা সিথী, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শরীফ মোখলেছুর রহমান এবং গৌরব বহুমুখী সমবায় সমিতি লি.-এর সভাপতি মাহতাব উদ্দিন রিপন প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সমবায় খাতের ভূমিকা অপরিসীম। এ খাতকে আরও সম্প্রসারিত করা সময়ের দাবি।
অনুষ্ঠানের শেষে সমবায় খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পাঁচটি সফল সমবায় সংগঠন ও সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।