Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৮:৪৪

বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম ইমরুল কায়েস। ছবি: সারাবাংলা

বগুড়া: ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’-এই প্রতিপাদ্যে বগুড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় কর্মকর্তা মো. সাজরাতুল আলম তৌহিদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা।

এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠান শেষে উল্লেখযোগ্য অবদান রাখায় তিনটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর