ঢাকা: রাজধানীর কাকরাইল এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদফতর।
শনিবার (১ নভেম্বর) পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিচালিত এক মোবাইল কোর্টে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’-এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে এসব যানবাহনের মালিকদের মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও ২২টি যানবাহনের চালক ও মালিককে শব্দদূষণ প্রতিরোধে সতর্ক ও পরামর্শ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। প্রসিকিউশন দেন ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম।
পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশ নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি, যানবাহনের মালিক ও চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার আহ্বান জানানো হয়।