Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তিন বাহিনীর প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ২০:৩১ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ২২:০০

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানরা যমুনায় গেছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শনিবার (১ নভেম্বর) একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘ড. ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে এই বৈঠকটি আজ রাতে হওয়ার কথা।’ তবে বৈঠকটি কী নিয়ে তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তিন বাহিনীর প্রধান তাদের নিজ নিজ দফতর থেকে এরই মধ্যে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন।

বিজ্ঞাপন