Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতাকর্মীদের সতর্ক করলেন বিএনপি নেতা খালেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ২০:৫০ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ২২:০৪

বক্তব্য দিচ্ছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ছবি: সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া: কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ‘সামনের নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় কেউ যেন না ভাবে মাঠ খালি—এটি ভুল ধারণা। অতীতের ডাকসু, চাকসু ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল থেকেই বোঝা যায়, আমাদের আরও সতর্কভাবে কাজ করতে হবে।’

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া জুবলি রোড এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রয়াত অ্যাডভোকেট হামিদুর রহমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘আমরা চাই আমাদের নেতাকর্মীরা সঠিকভাবে চলুক, যাতে বিশ্ববিদ্যালয় নির্বাচনের মতো আমাদের খেসারত দিতে না হয়। আমরা যত অপকর্ম করি, এসবের খেসারত ভোটের দিন দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্ম—যারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারেনি—তারা এখন খুব সচেতন। আমরা যদি কোনো ভুল করি, এর খেসারত দিতে হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে। তাই এমন কোনো কাজ করবেন না যাতে দলের দুর্নাম হয়।’

সভায় সভাপতিত্ব করেন প্রয়াত হামিদুর রহমানের মেয়ে ডা. শারমিন সুলতানা টুনটুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহসভাপতি শফিকুল ইসলাম, গোলাম সারোয়ার খোকন, আনিসুর রহমান মঞ্জু, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আলী আজম ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন রিপন ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর