ঢাকা: রাষ্ট্রায়ত্ত জীবন বিমা কর্পোরেশন ও সাধারণ বিমা কর্পোরেশন-এর অনুমোদিত ও পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক প্রণীত ‘বিমা কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়ায় এ দুই বিমা কর্পোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান ‘বিমা কর্পোরেশন আইন ২০১৯’-এর অধিকতর সংশোধনের লক্ষ্যে এ অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে বলে প্রস্তাবে বলা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, জীবন বিমা কর্পোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন হবে যথাক্রমে ১ হাজার কোটি টাকা এবং ৩০০ কোটি টাকা। বিদ্যমান আইনে জীবন বিমা কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন হচ্ছে যথাক্রমে ৩০০ কোটি টাকা এবং ৩০ কোটি টাকা।
অন্যদিকে খসড়া অনুযায়ী, সাধারণ বিমা কর্পোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন হবে যথাক্রমে ২ হাজার ৫০০ কোটি টাকা এবং ১ হাজার ৫০০ কোটি টাকা। বিদ্যমান আইনে সাধারণ বিমা কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন হচ্ছে যথাক্রমে ১ হাজার কোটি টাকা এবং ৫০০ কোটি টাকা।
প্রস্তাবিত খসড়ায় বিদ্যমান আইনের বিভিন্ন ধারায় শব্দগত সংযোজন-বিয়োজনের মাধ্যমে ১৭টি সংশোধনি আনা হয়েছে।