Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি প্রশাসন ও সরকারের কাছে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ৬ দাবি


১১ জুলাই ২০১৮ ১৬:৩৭ | আপডেট: ১১ জুলাই ২০১৮ ১৬:৩৮

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের কাছে ছয়টি দাবি জানিয়েছে। বুধবার (১১ জুলাই) বেলা দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান।

তাদের দাবিগুলো হলো-শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকারে বাধা দেয়া যাবে না। মিছিল-মিটিং, বিক্ষোভ, সমাবেশের মতো আন্দোলনের গণতান্ত্রিক ধারাগুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোনো ছাত্র সংগঠন বা পুলিশ বাধাগ্রস্ত করতে পারবে না। কোটা সংস্কারের ও ক্যাম্পাসের নিরাপত্তা দাবি করা যে সকল শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়া ও হামলায় আহত প্রত্যেক শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় রাষ্ট্রকে নিতে হবে। অহিংস মানববন্ধন ও মিছিলগুলোতে বিনা উসকানিতে যারা হামলা করেছে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

এছাড়া তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট বণ্টনের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। কোনো শিক্ষার্থীকে জোর করে সাংগঠনিক কর্মসূচিতে যোগদানে বাধ্য করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসন তার দায়িত্ব পালন না করে নিপীড়নমূলক অবস্থান নিলে তাকে অপসারণ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মিম আরাফাত মানব, অরণি সেমন্তী খান, মেঘ মাল্লার, সানজীদা আলম রিয়া ও শাহনেওয়াজ অমি।

সারাবাংলা/কেকে/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর