Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের প্রধান বিচারপতি ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ২৩:১৭

নেপালের প্রধান বিচারপতি ঢাকায়। ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউতের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসেছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রতিনিধি দলটি বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান, ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

নেপালের বিচারপতিদের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন বিচারপতি শ্রীমতী স্বপ্না প্রধান মল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং সুপ্রিম কোর্টের প্রধান রেজিস্ট্রার বিমল পাউডেল।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আমন্ত্রণে নেপালের প্রধান বিচারপতির নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে সফর করবে বলে জানা গেছে।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর