Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গরুচোর’ অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ০০:৪৯ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ০১:১৬

প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে গরুচোর অপবাদে আব্দুস সালাম (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুলালী বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে দুলালী বেগমকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমীন। গ্রেপ্তারকৃত দুলালী বেগম ওই গ্রামের আব্দুল গণির স্ত্রী।

এর আগে বিকেলে আব্দুল গণির বাড়ি থেকে আব্দুস সালামের মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ। নিহত সালাম পার্শ্ববর্তী রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ভোরে বৃষ্টি পড়াকালে সালাম আশ্রয়ের জন্য আব্দুল গণির গোয়ালঘরে ঢোকে। এ সময় গরুচোর সন্দেহে দুলালী ও তার স্বামী হাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, নিহত সালাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দিনরাত এলাকায় ঘুরে বেড়াতেন এবং কোনো অপরাধমূলক কাজে জড়িত ছিলেন না।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “ঘটনার পর এজাহারভুক্ত আসামি দুলালী বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর