Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে সার পাচারকালে আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ০১:১৫

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ থেকে মায়ানমারে মাদকের বিনিময়ে এসব সার পাচার করা হচ্ছিল।

এর আগে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন তিনটি বোটে তল্লাশি চালিয়ে ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার ও পাচারে ব্যবহৃত তিনটি বোটসহ নয়জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড জানায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্য বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদক মিয়ানমার থেকে দেশে আনার পরিকল্পনা করেছিল। আটক সারগুলো শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নদীপথে বহন করা হচ্ছিল।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “জব্দকৃত সার, বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর