এল-ক্লাসিকোর দুর্দান্ত জয়ে লা লিগার শীর্ষস্থান আগেই পাকাপোক্ত করেছিলেন তারা। রিয়াল মাদ্রিদের সামনে লক্ষ্য ছিল বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়ানোর। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত ছিল রিয়ালের দাপট। ম্যাচের ১৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন এমবাপে। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপেই। আরদা গুলারের দারুণ এক অ্যাসিস্টে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান এই ফরাসি তারকা।
হাফ টাইমের ঠিক আগে আবারও পেনাল্টি পায় রিয়াল। এবার অবশ্য পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র। বিরতির কয়েক সেকেন্ড আগে দলের তৃতীয় গোল আসে জুড বেলিংহামের পা থেকে। ৩-০ গোলের লিড নিয়ে হাফ টাইমে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়ার জালে আরও একবার বল জড়িয়েছে রিয়াল। ৮২ মিনিটে আলভারো কারেরাসের চোখ ধাঁধানো এক শটে ৪-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল রিয়াল। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভিয়ারিয়াল। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।