Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি, আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১১:০৬ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১২:৩১

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)। এটি ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য হলেও আজ দিনভর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা যায়, শনিবার (২ নভেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিজ্ঞাপন

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।

অন্যদিকে, শনিবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

৬০তম জন্মদিনে ‘বলিউড বাদশা’
২ নভেম্বর ২০২৫ ১৪:৫১

আরো

সম্পর্কিত খবর