জনসংখ্যা দিবস মেলা
১১ জুলাই ২০১৮ ১৬:৪৮
।। সিনিয়ার করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ওসমানী উদ্যানে চলছে দিনব্যাপী জনসংখ্যা মেলা।
বুধবার (১১ জুলাই) সকালে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মেলায় দর্শনার্থীদের জনসংখ্যা বিষয়ক সচেতনতা দেওয়া হয়। পাশাপাশি প্রজনন স্বাস্থ্য, বয়সন্ধিকালীন স্বাস্থ্য সেবা ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হয়।
এ মেলায় অংশ নিয়েছে ইউএস এইড, বিবিসি মিডিয়া একশন, এসএমসি, মেরিস্টোপ, প্ল্যান বাংলাদেশের সংস্থাগুলো যারা মাঠপর্যায়ে স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। এ ছাড়াও বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অংশ নেয়।
মেলায় অংশগ্রহণকারীরা মেলায় আসা দর্শনার্থীদের পরিবার পরিকল্পনার বিভিন্ন উপায় নিয়ে ধারণা দেয়। এ ছাড়াও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার জন্য স্থায়ী পদ্ধতির সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়।
নারীদের গর্ভকালীন স্বাস্থ্য সেবা, প্রসব পরবর্তি মা ও শিশুর যত্ন, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ, যৌণ রোগে করণীয় কাজগুলো সম্পর্কে জানানো হয়।
মেলা ছাড়াও নিকটস্থ কোথায় এসব স্বাস্থ্য সেবা পাওয়া যাবে সে সম্পর্কে ধারণা দেয়া হয়। বাল্য বিবাহ এবং শিশুকে টিকা দানের বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হয় এ মেলায়।
সারাবাংলা/এমএ/এমআই