Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ মাসে ব্যাংক এশিয়ার মুনাফায় প্রবৃদ্ধি ৭১ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৫:৫৮

ঢাকা: চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর ২০২৫) বেসরকারি খাতের ব্যাংক এশিয়ার নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭১ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটি ৩৫১ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ২০৫ কোটি টাকা।

রোববার (০২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংক এশিয়া।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে ব্যাংকের আর্থিক প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের প্রথম ৯ মাসে বিনিয়োগ থেকে ব্যাংকটির আয় প্রায় দ্বিগুণ হয়ে ১ হাজার ৯৩০ কোটি টাকা হয়েছে। এ কারণে পরিচালন মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি প্রায় ৩৯ কোটি ৯০ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে।

বিজ্ঞাপন

এদিকে মুনাফা বাড়ায় গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৪ পয়সা। এ ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ২৮ পয়সা, যা গত বছরের তুলনায় ২১ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর