কুষ্টিয়া: রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায় কুষ্টিয়া শহরে মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
রোববার (২ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি।
সমাবেশে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কয়েক হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় সাবেক এমপি সোহরাব উদ্দিনের ওপর আস্থা রেখে তাকে আসন্ন নির্বাচনে মনোনয়ন দেয়ার দাবিতে স্লোগান দেন উপস্থিত কর্মীরা।