Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ২১:৫২

বৈঠকে যাচ্ছেন এনসিপি মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সারাবাংলা

‎ঢাকা: প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতিনিধি দল।

‎রোববার (২ নভেম্বর) দুপুর ৩টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন এনসিপি মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এ প্রতিনিধি দল।

এ প্রতিনিধি দলে যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা রয়েছেন।

‎শাপলা কলি প্রতীক তালিকাভূক্ত হওয়ার পর সিইসির সঙ্গে এ বৈঠক হচ্ছে। বৈঠকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ রয়েছেন।

‎দল নিবন্ধন, প্রতীক বরাদ্দ, আরপিও সংশোধন, পোস্টাল ভোটিং, সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গণভোট প্রসঙ্গসহ সার্বিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

‎ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, এনসিপির সঙ্গে সিইসির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করবেন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর