Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিয়ের প্রয়োজন নেই, এই শিক্ষা পেয়েছি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ নভেম্বর ২০২৫ ১৬:৪৬

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও সাবা। ছবি: সংগৃহীত

প্রেমিকার জন্মদিনে তার সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন হৃতিক রোশন। কখনও তারা ঘুরছেন, কখনও খাচ্ছেন। এক কথায় একান্ত যাপনের টুকরো কোলাজ যেন ভাগ করে নিয়েছেন। সাবার জন্মদিনে তার প্রেমিক হতে পেরে ধন্য বলিউড অভিনেতা হৃতিক রোশন। প্রায় তিন বছরের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন তারা। যদিও বিয়ে নিয়ে ভাবিত নন কেউই।

মাস কয়েক আগেই সাবা জানান, ছোট থেকে তার মা-বাবা শিখিয়েছেন, বিয়ে জরুরি নয়। তিনি যদি কাউকে বিয়ে করতে চান, তা হলে করতেই পারেন। তবে সেটা বাধ্যতামূলক নয়।

সাবার ভাষ্যমতে, ‘আমার ছয় বছর বয়সে মা-বাবা শিখিয়ে দেন বিয়ে নয়, বরং জীবনে স্বাধীন হওয়াটা গুরুত্বপূর্ণ।’ সাবা ও হৃত্বিকের বয়সের বেশ ফারাক রয়েছে। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্য দিকে, গত বছর ১ নভেম্বর ৩৯ বছরে পা দিয়েছেন সাবা।

বিজ্ঞাপন

স্বনামধন্য তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত। তিনি সফদর হাশমির ভাইঝি। ছোটবেলায় অভিনয় করেছেন নাট্যমঞ্চে। তবু তারকা অভিনেতার প্রেমিকা হওয়ার মাসুল গুনতে হয়েছে তাকে। হৃতিকের প্রেমিকা হওয়ার জন্য ছোটখাটো অনেক কাজও খুইয়েছেন সাবা। সেই ক্ষোভ থাকলেও প্রেমিকাকে জীবনে পেয়ে হৃতিক ধন্য!

তাই হৃতিক লিখেছেন, ‘তোমার কথা ভাবা, তোমার জন্য কিছু করা, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ কাজ। শুভ জন্মদিন আমার ভালবাসা।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর