ঢাকা: অবশেষে নির্বাচন কমিশনের নতুন সংযুক্ত প্রতীক ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।
তিনি জানান, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি দলের প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। শাপলা কলি দেওয়া হলে এনসিপি নেবে। এনসিপির তৃণমূল শাপলা কলিকে ইতিবাচক হিসেবে নিয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, বিএনপি, জামায়াত যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির গড ফাদারদের রাজনীতি থেকে সরে আসতে পারে তাহলে আমরা জোটে যাব।
এ সময় নির্বাচনের দিন বা তার আগে যখনই হোক না কেনো, গণভোট যেন সুষ্ঠু হয় এই দাবি জানান দলটি।